রেলওয়ে বিভাগকে কর্পোরেটদের হাতে তুলে না দেওয়ার দাবিতে স্বাক্ষর সংগ্রহ
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতীয় রেলওয়ে বিভাগকে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে তাদের লুণ্ঠনের মৃগয়া ক্ষেত্রে পরিণত করার লক্ষ্যে বর্তমানে রেলের লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ বন্ধ রেখে জনগণের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা চলছে এর তীব্র বিরোধিতা করে রেল পথে যাত্রীদের জীবনের সুরক্ষা সুনিশ্চিত করা, রেলের প্রতিটি শূন্য পদে বেকারদের কর্মসংস্থান প্রদান, করোনা পূর্ববর্তী সময়ে প্রবীণ নাগরিকদের যেসব সুবিধা রেলে প্রদান করা হতো তা পুনরায় চালু করা ইত্যাদি দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে যুব সংগঠন এআইডিওয়াইও। শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির সামনে সংগঠনের পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিজিত কুমার সিনহা গণস্বাক্ষর সংগ্রহ চলাকালে সেখানে উপস্থিত হয়ে বলেন যে জনগণের বিপুল পরিমাণ ট্যাক্সের টাকা এবং অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা রেলওয়ে ব্যবস্থা রাষ্ট্র এবং জনগণের সম্পত্তি। কিন্তু আজ রেল বিভাগের কর্মীর অভাবে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীরা প্রাণ হারাচ্ছেন, সময়মতো ট্রেন চলে না, পরিষেবা ঠিকমত প্রদান করা হচ্ছে না।এই অবস্থায় জরুরি ছিল রেলের লক্ষ লক্ষ শূন্যপদে অবিলম্বে নিয়োগ করা, প্রতিটি ট্রেনের দ্বিতীয় শ্রেণী ও স্লিপার কোচের সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য অসংরক্ষিত ট্রেন চালু করা, প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় পুনরায় ছাড় দেওয়া, তৎকাল প্রিমিয়ামের নামে যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ বন্ধ করা এবং বুকিং করা টিকেট বাতিলের চার্জ হ্রাস করা ও দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে এবং রেল বিভাগের বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করা। অথচ সরকার এসব নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। তাই যুব সংগঠন এআইডিওয়াইও এর সর্বভারতীয় কমিটির আহ্বানে দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে৷
আগামী ১২ সেপ্টেম্বর সমগ্র দেশ থেকে জনসাধারণের স্বাক্ষর সংগ্রহ করে রেলমন্ত্রীর উদ্দেশ্যে রেলের বিভিন্ন আধিকারিক মারফত প্রেরণ করা হবে৷ শিলচর সহ বরাক উপত্যকায় উক্ত দাবিতে স্বাক্ষর সংগ্রহ করে বদরপুরের অ্যারিয়া ম্যানেজার মারফত রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হবে৷ আজকের গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা, সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য, দীলিপ রী, দীলিপ কালোয়ার প্রমুখ।