ধুবড়ির সিডিপিও সূর্য কমল বরুয়ার বাড়িতে তল্লাশি সিএম ভিজিলেন্সের

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : গুয়াহাটি মহানগরে দু’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিএম ভিজিলেন্স। মুখ্যমন্ত্রী নজরদারি বিভাগ ভাঙাগড়ের আনন্দ নগর এবং জয়নগরের শিব মন্দিরে রাস্তায় তল্লাশি চালাচ্ছে। রবিবার  সকাল সাতটা থেকে সিএম ভিজিলেন্স এই অভিযান পরিচালনা করছে। সিএম ভিজিলেন্সের ১০ থেকে ১৫ জন সদস্যের একটি দল জোরালো অভিযান চালাচ্ছে।

ধুবড়ির সিডিপিও সূর্য কমল বরুয়ার বাড়িতে তল্লাশি চালায় সিএম ভিজিলেন্স। সিএম ভিজিলেন্স সূর্য কমল বরুয়ার অসম সম্পত্তির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ধুবড়ির আগে সূর্য কমল বরুয়া ছিলেন কোকরাঝাড়ের সিডিপিও। সূর্য কমলের বিরুদ্ধে কোকরাঝাড়ে থাকাকালীন দুর্নীতির পাহাড় তৈরি করার অভিযোগ রয়েছে। সিএম ভিজিলেন্স এই অভিযানে বেশ কয়েকটি বিস্ফোরক তথ্য পেয়েছে। ২০১৫ সালে বরুয়া ভাঙ্গাগড়ের আনন্দ নগরে চাণক্য রোডে (৫ নম্বর বাড়ি) আর্যধন্নিস নামে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।

ধুবড়ির সিডিপিও সূর্য কমল বরুয়ার বাড়িতে তল্লাশি সিএম ভিজিলেন্সের

সূর্য কমল বরুয়া সরকারি বুট, সাবান ও তোয়ালের নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছেন। সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তা সূর্য কমল বরুয়া, যিনি প্রায় ৭০-৮০ হাজার বেতন পেয়েছিলেন, তিনি পাহাড়সম সম্পত্তিটি নির্মাণ করেছিলেন। বর্তমানে সিডিপিও সূর্যকমাল বরুয়া সিনিয়র ভিত্তিতে প্রায় ৭০-৮০ হাজার টাকা বেতন পেতেন।

ধুবড়ির সিডিপিও সূর্য কমল বরুয়ার বাড়িতে তল্লাশি সিএম ভিজিলেন্সের

সিএম ভিজিলেন্স জয়ানগরের শিব মন্দির রোডে সূর্য কমল বরুয়ার অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। সিডিপিও সূর্য কমল বরুয়ার বাড়ি থেকে একটি পিস্তল ও চারটি সজীব কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে বাজেয়াপ্ত হওয়া অর্থের পরিমাণ এখনও জানা যায়নি। কিন্তু টাকা গণনা করার জন্য যন্ত্রটি সূর্য বরুয়ার বাড়িতে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী নজরদারি বিভাগ গুয়াহাটির বেশ কয়েকটি জায়গায় জমি সম্পত্তির দখল সম্পর্কে তথ্য পেয়েছে। গুয়াহাটি ছাড়াও সূর্য কমল বরুয়ারও এই এলাকায় জমি রয়েছে। অভিযুক্ত সূর্যকুমার বরুয়া মরিগাঁওয়ের একটি পেট্রোল পাম্পও রয়েছেন।

Spread the News
error: Content is protected !!