প্রয়াত ডাঃ রাহুল গুপ্তকে মরণোত্তর সম্মান প্রদান ক্লাব ভ্যালির

বরাক তরঙ্গ, ১ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ডাক্তার দিবস এবং চার্টার অ্যাকাউন্ট্যান্ট দিবস উদযাপন করেছে। ক্লাব ভ্যালি প্রয়াত ডাঃ রাহুল গুপ্তকে স্বাস্থ্য, চিকিৎসা বিজ্ঞান এবং শিক্ষায় সমাজের জন্য তার অবদান ও সেবার জন্য মরণোত্তর সম্মানিত করেছে। তার ছেলে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ শিলচরের ম্যানেজিং ডিরেক্টর রুদ্র গুপ্ত এই সম্মান গ্রহণ করেন।

প্রয়াত ডাঃ রাহুল গুপ্তকে মরণোত্তর সম্মান প্রদান ক্লাব ভ্যালির

ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায়, সম্পাদিকা সুমিতা ভট্টাচার্য, শিলচর সেন্ট্রাল সভাপতি অরিন্দম ভট্টাচার্য এবং অন্যান্যরা তাঁর হাতে উত্তরীয় ও স্মারক তুলে দেন। রুদ্র গুপ্ত, এমন একটি ইতিবাচক পদক্ষেপের জন্য, ক্লাব ভ্যালির প্রশংসা করেছেন যেখানে তাঁর বাবা নিজ কাজের জন্য স্বীকৃত হয়েছেন।
অনুষ্ঠানে ডাঃ সম্বুদ্ধ ধর, ডাঃ বাসব বিজয় রায়, ডাঃ দীপাঞ্জন দেব, ডাঃ মণীশ কুমার, চার্টার অ্যাকাউন্টেন্ট অরিন্দম ভট্টাচার্য এবং পার্থ সারথি চক্রবর্তীকেও স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। সকল বক্তারা ক্লাব ভ্যালিকে সমাজের প্রতি তাদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। শঙ্কর ভট্টাচার্য, কনকেশ্বর ভট্টাচার্য, চন্দ্রাবতী রায়, বন্দিতা ত্রিবেদী রায়, ইন্দ্রাণী ভট্টাচার্য, অঞ্জনা দেব, সাখী ভট্টাচার্য এবং অন্যান্যরা তাদের হাতে সম্মাননা তুলে দেন। উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন উমা কর, শুভ্রা ভট্টাচার্য প্রমুখ।

Author

Spread the News