শ্রীভূমির পোয়ামারায় আবর্জনা স্তুপ, পরিবেশ রক্ষার্থে সঠিক পদক্ষেপ করা সময়ের দাবি
বরাক তরঙ্গ, ২৮ জুলাই, সোমবার,
স্বচ্ছ ভারত অভিযান’-এর লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করলেও, তার বাস্তব প্রয়োগ যেন শ্রীভূমির বাইপাস এলাকায় গিয়ে থমকে দাঁড়িয়েছে।
বছর ধরে পোয়ামারার জাতীয় সড়ক সংলগ্ন বাইপাস রাস্তাটি যেন এক বৃহৎ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে পুরসভার আবর্জনাবাহী গাড়ি এসে এখানে প্রতিদিন ফেলে যাচ্ছে আবর্জনার স্তূপ। ধীরে ধীরে এই স্থানটি পরিণত হয়েছে এক বিশালাকার ‘আবর্জনার পাহাড়ে’। বাইপাসের একাংশ দখল করে ফেলেছে সেই আবর্জনা। পাশে জমে থাকা আবর্জনা থেকে নির্গত হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা কেবলমাত্র পথচারীদের নয়, যাত্রীবাহী যানবাহনের চালক ও যাত্রীদের জন্যও চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন রাস্তার ধারে যেভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, এতে পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। গরমের সময় আবর্জনার দুর্গন্ধ আরও প্রকট হয়। চলাফেরা দায় হয়ে পড়েছে।
আধুনিক, পরিবেশবান্ধব পদ্ধতিতে বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার পরিবেশ আর সুস্থ থাকবে না। নানা রোগ দেখা দেবে। এমনকি দিচ্ছেও। পরিবেশ রক্ষার্থে বায়ো-কম্পোস্টিং অথবা রিসাইক্লিং ইউনিট স্থাপন করা আবশ্যক।
পোয়ামারার এই আবর্জনার সমস্যাটি কেবল একটি শহরের সৌন্দর্যহানির বিষয় নয় এটি জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ রক্ষার গুরুতর ইস্যু। প্রশাসনের দায়িত্ব, নাগরিকদের কথা শোনা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক।