দেবজিৎ হত্যা : ধোয়ারবন্দে নাগরিক সভা
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : দেবজিৎ রী হত্যার প্রতিবাদে মঙ্গলবার ধোয়ারবন্দের বাগান নাচঘরে নাগরিকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক জিতেন্দ্র শুক্লবৈদ্য। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক নির্মল কুমার মালাকার, প্রাক্তন শিক্ষক শ্যামদেও কুর্মী, ধোয়ারবন্দ বাগান পঞ্চায়েত বেচন গোয়ালা, কালাছড়া বাগান পঞ্চায়েত সন্দীপ রী, মোহন মালা, বাবুলাল গোয়ালা, মাধব ঘোষ প্রমুখ।
নাগরিক সভায় দেবজিৎ রী-র হত্যার আসামীদের চরম শাস্তির প্রদানের দাবি জোরালো ভাবে উত্থাপন করা হয়। আজকের নাগরিক সভা থেকে একটি কমিটি গঠিত হয় এবং নাগরিক কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও নাগরিক সভায় বার অ্যাসোসিয়েশনের কাছে বিনম্রভাবে অনুরোধ করা হবে যাতে দুষ্কৃতীর হয়ে আইনজীবী সহায়তা না করেন।