সিটুর ৫৫ তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপন শিলচরে

বরাক তরঙ্গ, ৩০ মে : সারা দেশের সঙ্গে শিলচরেও উদযাপিত হল সিটুর ৫৫তম প্রতষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার শিলচরে এ পরিবর্তে শিলচরে মালুগ্রামে অবস্থিত শহিদ স্মৃতি ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে শাহিদ বেদিতে মাল্যদান করা হয়। এরপর নেতৃবৃন্দকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক সিটু বিরোধী চরম স্বৈরাচারী বক্তব্যের প্রতিবাদে প্রস্তাব গ্রহণ করা হয়।

সিটুর পক্ষ থেকে সমস্ত সিটু সদস্যদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং সাধ্যমতো সহযোগিতা করার আহ্বান জানান হয়।
এছাড়া প্রশাসনের কাছে অবিলম্বে ত্রাণ বিতরণ ও শরণার্থীদের পর্যাপ্ত   ক্যাম্পের ব্যবস্থা করার আবেদন জানানো হয়। প্রয়োজনে সিটু সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে সিটু নেতৃত্বে সমীরণ আচার্য, বিদ্যুৎ দেব, বিধান দত্ত, সুরজিৎ ঘোষ, ত্রিদিব পাল, দীপ্তি সিনহা সহ আসাম বিশ্ব বিদ্যলয়ের প্রাক্তন অধ্যাপক রমা প্রসাদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ দিকে, আজ এক জনসমাবেশ আহ্বান করা হয়েছিল। কিন্তু দুর্যোগ পূর্ণ আবহাওয়ার দরুন এই সমাবেশ বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য।

Author

Spread the News