শিলচরে ‘ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে’ উদযাপন নাগরিক সংসদের

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মানব সভ্যতার অগ্রগতিতে সাহিত্যের অসামান্য অবদান রয়েছে। বর্তমানেও বিভিন্ন ক্ষেত্রে প্রগতির যে সরণি রয়েছে , সাহিত্যকর্মের সৃজনশীলতা তাতে যথেষ্ট ইন্ধন জোগায়। আর এই দৃষ্টিকোণ থেকেই বিশ্বজুড়ে যান্ত্রিক তথা প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্যেও সাহিত্য সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বুধবার ‘বিশ্ব বই ও গ্রহস্বত্ব দিবস’ উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এ দিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা।”

বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, মাতৃভাষা সুরক্ষা সমিতি সভাপতি সুনীল রায়, কবি-লেখিকা দীপ্তি চক্রবর্তী, গ্রন্থাগার কর্ণধার প্রদীপ রায়চৌধুরী, লেখক আব্দুল শুক্কুর বড়ভূইয়া, সাংবাদিক সুবীর দত্ত, সমাজকর্মী অনির্বাণ ভৌমিক প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ।

শিলচরে 'ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে' উদযাপন নাগরিক সংসদের

Author

Spread the News