শিলচরে ‘ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে’ উদযাপন নাগরিক সংসদের
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মানব সভ্যতার অগ্রগতিতে সাহিত্যের অসামান্য অবদান রয়েছে। বর্তমানেও বিভিন্ন ক্ষেত্রে প্রগতির যে সরণি রয়েছে , সাহিত্যকর্মের সৃজনশীলতা তাতে যথেষ্ট ইন্ধন জোগায়। আর এই দৃষ্টিকোণ থেকেই বিশ্বজুড়ে যান্ত্রিক তথা প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্যেও সাহিত্য সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বুধবার ‘বিশ্ব বই ও গ্রহস্বত্ব দিবস’ উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এ দিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা।”
বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, মাতৃভাষা সুরক্ষা সমিতি সভাপতি সুনীল রায়, কবি-লেখিকা দীপ্তি চক্রবর্তী, গ্রন্থাগার কর্ণধার প্রদীপ রায়চৌধুরী, লেখক আব্দুল শুক্কুর বড়ভূইয়া, সাংবাদিক সুবীর দত্ত, সমাজকর্মী অনির্বাণ ভৌমিক প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ।
