শিলাবৃষ্টিতে বিপর্যস্ত পাথারকান্দির বিভিন্ন অঞ্চল পরিদর্শন সার্কল প্রশাসন ও বিজেপি কর্মকর্তাদের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রচণ্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাথারকান্দির বিভিন্ন অঞ্চল পরিদর্শন করলেন সার্কল অফিসার বলিনবাবা বালারি, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিল্ড অফিসার আরিফুল হকসহ বিজেপির কর্মকর্তারা। শুক্রবার সকালে তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

বৃহস্পতিবার রাতে আচমকা ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিলবাড়ি, কচুবাড়ি, তিনোখাল, আদমটিল, বুবরিঘাট, কাবাড়িবন্দ, কলকলিঘাট, বাজারিছড়া, ডেফলয়ালা প্রভৃতি অঞ্চল। শিলাবৃষ্টির তাণ্ডবে বহু ঘরের চালের টিন ফুটো হয়ে গেছে। অনেকের সবজি ও ফলের বাগান ধ্বংস হয়ে গেছে।

