জিহাদকে নিয়ে সাংসদ আজিমের দেহ খুঁজছে সিআইডি
২৬ মে : কলকাতায় এসে খুন হয়েছেন বাংলাদেশের আওগামী লিগের সাংসদ আনওয়ারুল আজিম আনার (Anwarul Azim Anar)। কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থা এবং ঢাকা পুলিশ একযোগে শুরু করেছে তদন্ত। সাংসদের শরীর থেকে চামড়া ছাড়িয়ে দেহ টুকরো করে পলিথিনে ভরে শহরের বিভিন্ন এলাকায় তা ফেলা হয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।
সাংসদকে খুনের জন্যে মুম্বই থেকে ভাড়া করে আনা হয়েছিল কসাই। ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে জিহাদ হালওয়াদার নামে বছর চব্বিশের ওই যুবককে। সাংসদের দেহাংশের খোঁজে আজ শনিবার দ্বিতীয় দিনেও ভাঙড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিআইডি। পুকুরে ডুবুরি নামানো হয়েছে।
শুক্রবার ভাঙড়ে ধৃত জিহাদকে নিয়ে এসে সাংসদ আনওয়ারুল আজিমের দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছিল সেই সমস্ত জায়গা চিহ্নিত করে গিয়েছিলেন সিআইডি আধিকারিকেরা। সেই মত শনিবার তল্লাশি শুরু করেছে গোয়েন্দা টিম। পুকুরে ডুবুরি নামিয়েও হচ্ছে দেহাংশের খোঁজ।