ঋণ মেটাতে বিক্রি নবজাতক, আটক ক্রেতা দম্পতি

৪ আগস্ট : ঋণে ডুবে রয়েছে পরিবার। আর ঋণ মেটাতেই এ বার সদ্যোজাত কন্যাসন্তানকে এক দম্পতির কাছে ৫৬ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার গাঙ্গিরি থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চরণ সিংহ। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে চরণকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ক্রেতা দম্পতিকে। আরনি গ্রামের বাসিন্দা অনিতাদেবী। পাঁচ দিন আগে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তার পরই সেই সন্তানকে কেউ নিয়ে চলে যান। শিশুটিকে খুঁজে না পাওয়ায় হাসপাতালে হুলস্থুল পড়ে যায়।

ঋণ মেটাতে বিক্রি নবজাতক, আটক ক্রেতা দম্পতি

তল্লাশি চালিয়ে অনিতাদেবীর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন ঋণ মেটাতে সন্তানকে এক দম্পতির কাছে ৫৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। তার পর সেই দম্পতিকে খুঁজে বার করে পুলিশ। তাঁদের আটক করা হয়। শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

Spread the News