ট্রাক থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার চুরাইবাড়ি পুলিশের, আটক চালক

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : গাঁজা চাষ বা পাচারে কোন পরিবর্তন ঘটেনি ত্রিপুরার। প্রায় প্রতিদিন দুই রাজ্যের চুরাইবাড়ি গেটে ধরপাকড় ও উদ্ধার করছে পুলিশ। অনুরূপ ভাবে শনিবার এক কোটি টাকার গাঁজা উদ্ধার করল অসমের চুরাইবাড়ি পুলিশ।

এ দিন দুপুরে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা চেক পয়েন্টে চেকিং চলাকালীন একটি ছয় চাকার পণ্যবাহী ট্রাক ত্রিপুরার দিক থেকে এসে পৌঁছায়। রুটিন অনুযায়ী ট্রাকটি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়। চেক করার সময় ৫১ টি প্যাকেটে মোট ১০২০ কেজি (এক টন বিশ কেজি) উদ্ধার করে পুলিশ। ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, গাঁজার প্যাকেটগুলো প্রাকৃতিক রাবার শিট দিয়ে মোড়ানো ছিল। স্বাভাবিক ভাবে প্যাকেটগুলো গাঁজা ভর্তি তা বোঝার কোন উপায় নেই।

তিনি জানান, এ কাণ্ডে ট্রাক সহ চালককে আটক করেন। আটক চালক বিপ্লব দাস (২৪) ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটের যুবক। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই নিরঞ্জন দাস।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News