চুরাইবা‌ড়ি-বাগবাসা জা‌তীয় সড়ক বেহাল, দুর্ভোগ চরমে

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : ফের চুরাইবা‌ড়ি-বাগবাসা জা‌তীয় সড়ক বেহাল হয়ে পড়ায় গণদু‌র্ভোগ চর‌মে। দীর্ঘদিন ধ‌রে অসম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের বেশক‌টি স্থা‌নে পুকুরসম গ‌র্তের জন‌্য দু‌র্ভোগ চর‌মে পৌ‌ছে গে‌ছে। এ‌রম‌ধ্যে উত্তর ত্রিপুরার চুরাইবা‌ড়ি-বাগবাসা এলাকার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। এ‌নি‌য়ে একা‌ধিকবার যান চাল‌করা প্রতিবাদ কর‌লেও নিটফল শূণ‌্য। তাঁদের ভা‌গ্যে ঝু‌টে‌ছে শুধু গালভরা আশ্বাস আর মি‌থ্যে প্রতিশ্রু‌তি।

চুরাইবা‌ড়ি-বাগবাসা জা‌তীয় সড়ক বেহাল, দুর্ভোগ চরমে

শুক্রবার রু‌টে পুকুরসম গর্তে আবদ্ধ জ‌লে ‌আটকা পড়ে বেশক‌টি দুরপাল্লার পণ্যবাহী ল‌রি সহ হালকা যান বাহন। এ‌তে জনদু‌র্ভোগ চরম আকার ধারন ক‌রে। শুক্রবার সড়ক অব‌রোধ ক‌রে প্রতিবাদ ক‌রেন ভুক্তভোগীরা। এলাকার পাথর ভাঙার ক‌্যাশার সহ সরকা‌রের উদাসীনতা‌কে দায়ী ক‌রেছেন। প‌রে স্থানীয়‌দের প‌ক্ষে এ‌স্কে‌ভেটর দি‌য়ে সড়ক‌টি‌তে আপাতকা‌লীন ভা‌বে যান চলাচলের জন্য কিছুটা সচল করা হয়।

চুরাইবা‌ড়ি-বাগবাসা জা‌তীয় সড়ক বেহাল, দুর্ভোগ চরমে
চুরাইবা‌ড়ি-বাগবাসা জা‌তীয় সড়ক বেহাল, দুর্ভোগ চরমে

Author

Spread the News