করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : শান্তিরাজ প্রভু যীশুখ্রিষ্টের জন্মদিন অর্থাৎ বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা। সোমবার দুপুরে করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের এই শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম পরিবহন নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অশোক বিজয় দাস সহ বিশিষ্টজনেরা।

মিশনরঞ্জন দাস তাঁর মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, সব ধর্মের মত আলাদা হতে পারে কিন্তু পথ একই। সব ধর্মই শান্তি ও আদর্শের কথা বলে। মহামানবের উক্তি ‘যত মত তত পথ’ স্মরণ করে দিয়ে তিনি বলেন, সকল ধর্মের মানুষ শান্তির পথ অবলম্বন করলে সমাজে আর অশান্তি থাকবে না। অশোক বিজয় দাস বলেন, সর্বধর্ম সমন্বয় সভার শুভেচ্ছা বিনিময়ের এই কর্মপ্রয়াস খুবই সময়োপযোগী। এরকম কর্মসূচির মধ্য দিয়ে ভারত মাতার সন্তানরা সম্প্রীতির সহাবস্থানে একই ছাতার নিচে বসবাস করতে পারবে।

করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্ব সেরে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা তথা চার্চের এল্ডার নিমাই দে, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী, সমাজকর্মী দীপঙ্কর ঘোষ, শিক্ষিকা জয়ন্তী নাথ, রঞ্জিত কুমার দেব, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ইমদাদুল হক চৌধুরী রাঙ্কু, সুচরিতা সিনহা, পম্পা দাস ভট্টাচার্য প্রমুখ। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক সিদ্ধার্থ দাস, বিলাল আহমেদ চৌধুরী, চার্চের সম্পাদক এস এস পাত্র, এল্ডার শান্তিময় দাস, পাস্টর স্টেনলি গোয়ালা, পঙ্কজ সিনহা, জওহরুন নেসা খান, সত্যপ্রিয় দেব, সন্দীপ দত্ত, রুমা বেগম, সাহিল উদ্দিন, সায়না বেগম, ছলমা বেগম, দিক্ষিতা দাস, রোল্যাণ্ডস স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বড়দিনের কেক বিতরণ করা হয় পরিচালন সমিতির পক্ষ থেকে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News