ইকবাল লস্কর, শিলচর। বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শিশুতোষ বসাক সি ডিভিশন প্রাইজমানি নকআউট ফুটবলের ফাইনাল শুক্রবার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে খেতাব দখলের লড়াইয়ে মুখোমুখি হবে মুনলাইট ক্লাব ও ভেটেরন এফসি। খেলা শুরু হবে বেলা দুটোয়।