১২ বছরের নীচের শিশুদের হজযাত্রার অনুমতি নেই

১৮ ফেব্রুয়ারি : ১২ বছরের নীচের কোনও শিশু এবার মা-বাবার সঙ্গে হজে যেতে পারবে না। ভারতীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক মোহাম্মদ ইয়াকুব শেখ শুক্রবার এক সার্কুলার জারি করে এ কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, ১২ বছরের নীচের কোনও শিশুকে হজযাত্রায় অনুমতি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সৌদি রাজতন্ত্র। করোনা অতিমারির পর এবার বিভিন্ন দেশ থেকে ব্যাপক সংখ্যক হজযাত্রী হজ পালনের জন্য মক্কা-মদিনা যাবেন, তাই শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে সৌদি হজ মন্ত্রক শিশুদের হজ যাত্রার অনুমতি না দেবার সিদ্ধান্ত নিয়েছে।

এর প্রেক্ষিতে ১২ বছরের নিচের কোন শিশুর হজ আবেদন গ্রহণ করা হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। এর আগে কোন অভিভাবক ১২ বছরের নিচের শিশুর হজের আবেদন করে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। একই সার্কুলারে বলা হয়েছে সৌদি রাজতন্ত্র স্বাস্থ্য এবং প্রশাসনিক সংক্রান্ত আরও নতুন শর্ত আরোপ করার সম্ভাবনা রয়েছে। এগুলি পাওয়া মাত্রই হজ কমিটি থেকে হজযাত্রীদের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে অবগত করা হবে। ছবি প্রতীকী।

Author

Spread the News