মাইমাল সমাজকে এসসির মর্যাদার সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : খিলঞ্জিয়া বা ভূমিপুত্র অন্তর্ভূক্তির দাবি জানানোর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আরও একটি সুখবর পেলেন বরাকের মাইমাল সমাজ। সোমবার করিমগঞ্জ সফরে এসে মাইমাল সমাজকে এসসির মর্যাদা দেওয়া সবুজ সঙ্কেত দিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এমন আশ্বাসে আপ্লুত বরাক ভ্যালি মাইল ক্রিডিনেটর কমিটির কর্মকর্তারা।
এদিনের করিমগঞ্জ সফরে বরাকভ্যালি মাইমাল কো-অর্ডিনেশন কমিটির উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী। এবং কমিটি কর্মকর্তাদের কথা দিয়ে গেলেন ভোটের আগেই বরাকভ্যালির মাইমাল সমাজের সমাবেশে যোগ দিতে ফের করিমগঞ্জে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী। এবিষয়ে বরাকভ্যালি মাইমাল কো-অর্ডিনেশন কমিটির কর্মকর্তাদের বলেন, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে আলোচনা করে সভার দিনক্ষণ ঠিক করে তাঁকে জানাতে।
উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী করিমগঞ্জে দলীয় কর্মী সম্মেলনে শেষে বরাকভ্যালি মাইমাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্ব বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া, গামছা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। পাশাপাশি তাদের অপূরণীয় দাবি গুলো ফের তুলে ধরলে এতে মুখ্যমন্ত্রী তাঁদের দাবি গুলো নির্বাচনের পরে পূর্ণ করার আশ্বাস প্রদান করেন। এবং একটি মালমাল সম্মেলনে আয়োজন করার পরামর্শ দেন এবং সেই সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন বলে কথা দিয়ে যান।