শাসনের সেতুবন্ধন, ৫৩তম পর্বে পা দিল ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’

মানুষের সমস্যা শুনলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা___

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : সরকার এবং জনগণের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার অভিনব উদ্যোগ ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ তার ৫৩তম পর্বে পদার্পণ করল। এই উদ্যোগকে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সহজলভ্যতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার এক শক্তিশালী মাধ্যম হিসেবেই দেখছে রাজ্য সরকার।

বুধবার আয়োজিত এই পর্বে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন তাঁদের অভাব-অভিযোগ এবং দেন দ্রুত সমাধানের আশ্বাস। এই উদ্যোগের মাধ্যমে সরকার ও নাগরিকদের মধ্যে যে বিশ্বাসের বন্ধন তৈরি হয়েছে, তা প্রশাসনকে আরও দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, “এই উদ্যোগ সুশাসনের প্রতি আমাদের দায়বদ্ধতারই প্রতীক। মানুষের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে আমরা সরকার ও নাগরিকদের মধ্যে বিশ্বাসের বন্ধনকে আরও মজবুত করছি, যা প্রশাসনকে আরও বেশি প্রতিক্রিয়াশীল ও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জনগণের কল্যাণকে সর্বাধিক অগ্রাধিকার দেয়, যাতে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর শোনা যায়।” এই ধারাবাহিক প্রয়াস ‘উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার পথকে আরও প্রশস্ত করবে বলে তিনি আশাবাদী।

Spread the News
error: Content is protected !!