মঙ্গলবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : মঙ্গলবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নিনেন। সকাল ৮টায় শিলচর বিমানবন্দরে অবতরণের পরই মুখ্যমন্ত্রীর কর্মসূচির সূচনা হবে। প্রথমেই তিনি সকাল ৯-২৫টায় উপস্থিত থাকবেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে নির্মিত নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে।

এরপর, সেখান থেকে তিনি যোগ দেবেন দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে। এই  অনুষ্ঠান শেষে এসএম দেব সিভিল হাসপাতালে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালভাবে শিলচর আবর্ত ভবনের  শিলান্যাস করবেন। এ দিন লক্ষীপুরের লাবকে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

Author

Spread the News