চাকরি থেকে সরানো হল চেতন সিংকে

১৭ আগস্ট : চলন্ত মুম্বই-জয়পুর এক্সপ্রেসে গুলি চালিয়ে ৪ জনকে খুন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনায় শিউরে উঠেছিল দেশ। অবশেষে চাকরি থেকে সরানো হল অভিযুক্ত চেতন সিংকে। প্রসঙ্গত, এর আগেও শৃঙ্খলাজনিত তিনটি ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন তিনি। এই মুহূর্তে তিনি জেল হেফাজতে রয়েছেন।

গত ৩১ জুলাই কাকভোরে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস (Jaipur-Mumbai Express) পালঘর স্টেশন ছাড়ার পরই আচমকা গুলি চালান চেতন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বি-৫ কামরায় চেতনের ছোঁড়া গুলিতে লুটিয়ে পড়েন চারজন। দহিসার স্টেশন ঢোকার সময় অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে আটক করা হয়।

মৃতদের মধ্যে অন্যতম আরপিএফের (RPF) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর টিকারাম মীনা। বাকি তিনজন সাধারণ যাত্রী।

Author

Spread the News