চরকীশাহ বাবার ৭৩ তম বার্ষিক উরুস ১০ ফেব্রুয়ারি

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : পীর চরকীশাহ বাবার ৭৩ তম বার্ষিক উরুস আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। চলবে পরদিন রবিবার সকাল ৮ টা পর্যন্ত। এ দিন সকাল ৯ টায় জামাতের পতাকা উত্তোলন করে উরুসের সূচনা করা হবে। দুপুরে পীর চরকীশাহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মোকাম মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের মধ্য কিরাত, হামদ না’ত, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে। বিকেলে কোরান পাঠ ও দোয়া। সন্ধ্যা চরকীশাহ মাদ্রাসার হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান। এরপর নাতে রাসুল (সাঃ), মিলাদ ও ওয়াজ মহফিল শুরু হবে। চলবে ভোর পর্যন্ত। শেষে খতমে খাজেগান, দোয়া ও শিরনী বিতরণ করা হবে। 

মহফিলে আসছেন আজমের থেকে সৈয়দ মোহাম্মদ ফরহাজ চিস্তি। তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মওলানা জমির উদ্দিন লস্কর। বিশেষ অতিথি মওলানা আব্দুল ওয়াহিদ। সম্মানিত অতিথি হলেন মওলানা ফয়েজ আহমদ লস্কর, মওলানা আওলাদ হুসেন, মওলানা আজমল হুসেন প্রমুখ। মহফিলের সভাপতিত্ব করবেন মওলানা কারি ওলিউল্লাহ আয়ুবি সহসভাপতি হলেন হজরত পীর চরকীশাহ্ বাবা প্রাইভেট মাদ্রাসার অধীক্ষক মওলানা একে মুহাম্মদ রাগীব খান। মহফিলে সবার উপস্থিতি কামনা করেন সভাপতি আজমল হোসেন লস্কর ও সম্পাদক রফিক উদ্দিন লস্কর।

চরকীশাহ বাবার ৭৩ তম বার্ষিক উরুস ১০ ফেব্রুয়ারি

Author

Spread the News