রথযাত্রায় উৎসবনগরীতে পরিণত হাইলাকান্দি

বরাক তরঙ্গ, ২৭ জুন : জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে এমনিতেই গোটা বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীরা অপেক্ষায় থাকেন। আষাঢ় মাসে পুরির জগন্নাথ মন্দির সহ পৃথিবীর বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব পালন করে থাকেন। এর থেকে পিছিয়ে নয় হাইলাকান্দি জেলার হিন্দু ধর্মাবলম্বীরাও। জেলার মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে শহর হাইলাকান্দি সর্বত্র ভগবান বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবকে রথে বসিয়ে ভক্তবৃন্দরা রশি টেনে নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা এক স্থান থেকে অন্যস্থানে পৌঁছে দিয়ে আসেন আবাল বৃদ্ধ বনিতা।

রথযাত্রায় উৎসবনগরীতে পরিণত হাইলাকান্দি

হাইলাকান্দি শহরের নতুন পাড়ার বানেশ্বর শিব মন্দির, আদি শিব মন্দির বাজারের রাধা মাধব আখড়া, রবীন্দ্র সরণীর রাধারমন সেবাশ্রম ও ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দিরের রথ, শর্মা পাড়া, হঠাৎ কলোনি থেকে ও রথ বের হয়। তাছাড়া বিভিন্ন পাড়া থেকে ছোট ছোট  ছেলেমেয়েরা তাদের অভিভাবকদের নিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েন। তাই সব মিলিয়ে এবছর শহর হাইলাকান্দির রাজপথ রথযাত্রাকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে।

রথযাত্রায় উৎসবনগরীতে পরিণত হাইলাকান্দি
Spread the News
error: Content is protected !!