শিলচরে সাড়ম্বরে পালিত চড়ক পূজা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : ঐতিহ্যবাহী চড়ক পূজাকে ঘিরে শনিবার বরাকজুড়ে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শহরের বিভিন্ন স্থানে আয়োজিত চড়ক পূজা উপভোগ করতে ভক্তদের ঢল নামে। এদিন শহরের গুণময়ী রোড, ইন্ডিয়া ক্লাব ময়দা, কালীবাড়ি চর, আশ্রম রোড, জানিগঞ্জ, শিলচর শ্মশানকালী মন্দির সহ বিভিন্ন স্থানে চড়ক পূজার আয়োজন করা হয়। সন্নাসী জীবন বর্মনের নেতৃত্বে তারাপুর গুণময়ী রোড ۔মালুগ্রাম উদয়ন সংঘ ক্লাবের মাঠে আয়োজিত চড়ক পূজায় ধর্মীয়  বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিন মন্ত্রের মাধ্যমে আগুন জালানো, পিঠে বর্শী গাথন সহ বিভিন্ন ক্রীড়া পরিবেশন করা হয়।উল্লেখ্য চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ উৎসব।

শিলচরে সাড়ম্বরে পালিত চড়ক পূজা

এক মাস কঠিন উপবাস শেষে চৈত্রের শেষ দিনে চড়ক পূজার আয়োজন করা হয়। চড়ক পূজায় শিব, দুর্গা ও কালী সেজে শিল্পীরা নৃত্য পরিবেশন করে থাকেন। চড়ক পূজায় কলা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। এই পূজা প্রতিবেশী রাজ্য বাংলাদেশে গাজন উৎসব নামেও পরিচিত। এছাড়া ভারতবর্ষের কলকতা সহ অন্যান্য প্রান্তেও চড়ক পূজা বেশ জনপ্রিয় একটি উৎসব। শনিবার পূজা শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বরাক উপত্যকার জনগণ।

Author

Spread the News