চন্দ্রযান তিনের উৎক্ষেপণ সম্পন্ন

১৪ জুলাই : অপেক্ষার অবসান। দীর্ঘ দিনের প্রস্তুতির পর শুক্রবার সকাল থেকে একপ্রকার প্রহর গুনেছে গোটা দেশ। দুপুর ২.৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সম্পন্ন হয়েছে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ। চন্দ্রযান তিন অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। প্রথম চন্দ্রযান উড়েছিল ২০০৮ সালে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার জলের খোঁজ পেয়েছিল চন্দ্রযান এক। ২০১৯ সালে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান ২। কিন্তু চাঁদের মাটিতে নামতে গিয়ে ঘটে বিপত্তি।

চাঁদের পিঠে নামতে গিয়ে ব্যর্থ হয় চন্দ্রযান-২ এর অবতরণ। চন্দ্রযান দুই-এর তিনভাগের একভাগ খরচে বানানো হয়েছে চন্দ্রযান তিন। আজ গোটা দেশের অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান তিন।

Author

Spread the News