চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩

২১ আগস্ট : চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩। ইতিমধ্যেই চাঁদের আরও কিছু না দেখা ছবি পাঠাল মহাকাশযানটি। এই চোখধাঁধানো ছবি দেখলে মন জুড়িয়ে যাবে মানুষের। ইসরোর (ISRO) তরফে জানানো হয়েছে, এই ছবিগুলো চাঁদের দক্ষিণ মেরুর। চাঁদের এই পৃষ্ঠ সবসময় পৃথিবীর দিকে পিঠ করে থাকে।

ফলে এই ছবিগুলো এর আগে দেখা যায়নি। আর এই থেকেই বোঝা যাচ্ছে, চাঁদের দক্ষিণ মেরুর কতটা কাছে চলে এসেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। ইসরোর তরফে আজ এই চাঁদের না দেখা ছবিগুলো এক্স-এ শেয়ার করা হয়েছে।

আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে পারলেই দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে ইসরোর। ফলে সেই স্বপ্নপূরণের আশায় দিন গুনছেন তাঁরা। তবে অবতরণের আগেই দক্ষিণ মেরুর যে ছবি প্রকাশ্যে এনেছে চন্দ্রযান ৩, তা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়া মত অবস্থা প্রত্যেকের। ছবিতে দেখা যাচ্ছে, চাঁদের দক্ষিণ মেরুর রুক্ষ, এবড়ো-খেবড়ো মাটি, চারিদিকে বড়-ছোট-গভীর গর্ত। আর চাঁদের সেই গহ্বরের নামও উল্লেখ করেছে ইসরোর বিজ্ঞানীরা।

Author

Spread the News