চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে অগ্নিকাণ্ড

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : পাথারকান্দির চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। রাতে কলেজের নন-টিচার্স কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত নাইট গার্ড পূরণ কুর্মী। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে পাথারকান্দি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কলেজ ভবনটি বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে অগ্নিকাণ্ড

কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। জানা গেছে, অগ্নিকাণ্ডের ফলে অফিস কক্ষের বেশ কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে অগ্নিকাণ্ড

Spread the News
error: Content is protected !!