শালচাপড়ায় প্রতিরোধের জিআই ব্যাগ ভাসিয়ে গেল, চারটি গ্রাম প্লাবিত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : বরাক নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। জলের তোড়ে শিলচর সংলগ্ন শালচাপরা টুকোগ্রামে নদী বাঁধের জিআই ব্যাগ ভাসিয়ে গেল। তীব্র গতিতে জল প্রবেশ করছে। বুধবার দুপুর ১টা নাগাদ বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে। কাছাড়ের কাটিগড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় থাকা শালচাপরা টুকোগ্রামে নদী বাঁধ ভাঙনের ফলে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম জলের নিচে তলিয়ে গেছে। প্রভাব পড়েছে শ্রীকোণা জিপি, শালচাপড়া সহ বিভিন্ন এলাকায়।

শালচাপড়ায় প্রতিরোধের জিআই ব্যাগ ভাসিয়ে গেল, চারটি গ্রাম প্লাবিত
আগের দেওয়া জিআই ব্যাগ।

স্থানীয়দের বক্তব্য মতে নদী ভাঙনের কবলে পড়ে এখন পর্যন্ত এলাকার ৪টি গ্রামের প্রায় ১৫ হাজারের বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বাঁধ ভাঙার পর বরাক নদীর জল তীব্র বেগে প্রবেশ করায় ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যার স্মরণ করে মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। বর্তমানে জল প্রবল বেগে আবাসিক এলাকায় প্রবেশ করায় বৃহত্তর শালচাপড়া টুকরগ্রাম এলাকা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পুরোপুরি জলের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Author

Spread the News