কদমতলা প‌রিদর্শন ক‌রে সবাই‌কে শা‌ন্তি ও সম্প্রী‌তির বার্তা ওয়াকফ ক‌মি‌টির চেয়ারম‌্যানের

কদমতলা প‌রিদর্শন ক‌রে সবাই‌কে শা‌ন্তি ও সম্প্রী‌তির বার্তা ওয়াকফ ক‌মি‌টির চেয়ারম‌্যানের

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : উত্তর ত্রিপুরার কদমতলা কা‌ণ্ডে দু‌’টি প‌ক্ষের ম‌ধ্যে শান্তি বৈঠকের পর শান্তি ফিরলেও জনমনে এখনও চাপা আতঙ্ক বিরাজ কর‌ছে। এ ম‌র্মে বৃহস্পতিবার সকা‌লে কদমতলায় এ‌সে সবাই‌কে শা‌ন্তি সম্প্রী‌তির বার্তা দি‌লেন রাজ্য ওয়াকফ কমিটির চেয়ারম্যান তথা কৈলাশহরের বিজেপি নেতা মফস্বর আলি। তাঁর সঙ্গে ছিলেন ব্লক চেয়ারম্যান মিহির নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব সহ আব্দুল খালিক, বশির আলি, রাজা ধর, আব্দুল হালিম প্রমুখ। এ‌দিন তাঁরা কদমতলা বাজার মসজিদ, শনি মন্দির, দোকানপাঠ এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বাড়ি ঘর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন, মফস্বর আলি ব‌লেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক ও মানবতার লজ্জা। এসব থে‌কে সর্বাবস্থায় সকল‌কে দু‌রে থাক‌তে হ‌বে।দে‌শের আই‌নের প্রতি সবাই‌কে শ্রদ্ধা‌শিল হ‌তে হ‌বে। এ‌দিন মফস্বরবাবু‌কে কা‌ছে পে‌য়ে এলাকার ক্ষ‌তিগ্রস্থ উভয় সম্প্রদা‌য়ের মানুষ বি‌ভিন্ন দাবি দাওয়া পেশ ক‌রেন

কদমতলা প‌রিদর্শন ক‌রে সবাই‌কে শা‌ন্তি ও সম্প্রী‌তির বার্তা ওয়াকফ ক‌মি‌টির চেয়ারম‌্যানের
কদমতলা প‌রিদর্শন ক‌রে সবাই‌কে শা‌ন্তি ও সম্প্রী‌তির বার্তা ওয়াকফ ক‌মি‌টির চেয়ারম‌্যানের
Spread the News
error: Content is protected !!