দুলিয়াজানের দিকে যাওয়ার পথে আটক শৃঙ্খল চালিহা

বরাক তরঙ্গ, ২৩ মে : বীর লাচিত সেনারের প্রশাসনিক সচিব, শৃঙ্খল চালিহাকে আটক করা হয়েছে। শিবসাগর পুলিশ চালিহাকে আটক করেছে। দুলিয়াজানের দিকে যাওয়ার সময়, শৃঙ্খল চালিহাকে ডিমৌতে আটক হন।

আইন-শৃঙ্খলার অবনতি ঘটার ভয়ে তাঁকে আটক করা হয়েছে। ৩৭ নম্বর জাতীয় সড়কে তাঁকে আটক করে পুলিশ কনভয় ডিব্রুগড়ের দিকে নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল শৃঙ্খল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “দুলিয়াজান পুলিশ স্টেশনের ওসি আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছেন, এবং সম্ভবত তারা আমাকে এর জন্য গ্রেফতার করবে… আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে, যদি আমাকে গ্রেফতার করে জেলে নিক্ষেপ করা হয়, তবে কোন কারণে আন্দোলনকে স্তব্ধ করা উচিত নয়। ধন্যবাদ, “জয় আই অসম”।

দুলিয়াজানের দিকে যাওয়ার পথে আটক শৃঙ্খল চালিহা
Spread the News
error: Content is protected !!