ঘুষ : শিলচরে সিবিআই-র হাতে গ্রেফতার কেন্দ্রীয় জল কমিশনের জেই

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কেন্দ্রীয় জল কমিশনের শিলচরে মেঘনা ডিভিশন জুনিয়র ইঞ্জিনিয়ার আয়ুশ কুমার ঘুষ দাবি ও গ্রহণ করার জন্য গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ৷ বুধবার লিঙ্ক রোডে থাকা সেন্ট্রাল ওয়াটার কমিশন মেঘনা ডিভিশনের অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেফতার করে সিবিআই। তিনি অভিযোগকারীর কাছ থেকে ১২০০০ টাকা ঘুস চেয়েছিলেন।

সিবিআই সূত্রে জানা গেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আয়ুশ কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত আয়ুস অভিযোগকারীর কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন। টাকা পরিশোধের জন্য অভিযোগকারীর একটি গাড়ি ভাড়া সংক্রান্ত প্রায় ১.৫৫ লক্ষ টাকার বিল বকেয়া ছিল। সিবিআই একটি ফাঁদ তৈরি করে এবং অভিযুক্তকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে। বকেয়া বিলগুলি পরিশোধ করার জন্য ১২০০০ টাকা ঘুষ নিয়েছিলেন।
সিবিআই তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা যায়।

ঘুষ : শিলচরে সিবিআই-র হাতে গ্রেফতার কেন্দ্রীয় জল কমিশনের জেই
ঘুষ : শিলচরে সিবিআই-র হাতে গ্রেফতার কেন্দ্রীয় জল কমিশনের জেই

Author

Spread the News