হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : জল সশক্তিকরন এবং জলের সঙ্গে যুক্ত পঞ্চায়েত বিভাগের বিভিন্ন প্রকল্প এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিভিন্ন কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। দু’দিন আগে দলটি হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে। কেন্দ্রীয় এই দলের পক্ষে অল ইন্ডিয়া কর্পোরেট এফেয়ার্স ডিরেক্টর অমর সিং মিনা (আইটিএস) এবং নর্থ ইস্ট রিজিওন মিনিস্ট্রির জল শক্তি ডঃ সমরেন্দ্র সিং (বৈজ্ঞানিক) উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এই দলের সঙ্গে ছিলেন জেলা ফিসারী ডেভলপমেন্ট অফিসার ইমরান হুসেন, এএসআরএলএম ব্লক প্রজেক্ট ম্যানেজার অপ্লু দেব, দক্ষিন হাইলাকান্দি বিডিও নবদীপ কলিতা প্রমুখ। কেন্দ্রীয় দুই প্রতিনিধি দল পরিদর্শনের রিপোর্ট জেলা আয়ুক্তের কাছে দিয়ে যাবেন বলে জানা গেছে। এনিয়ে জেলা প্রশাসনের রিভিউ মিটিংয়ে আলোচনা করবেন জেলা আয়ুক্ত।

প্রাপ্ত খবরে জানা গেছে শুক্রবার কাটলিছড়া এবং দক্ষিন হাইলাকান্দি উন্নয়ন খন্ডে সরকারি বেশ কিছু প্রকল্প সরেজমিনে দেখেন এবং বলেন জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন – ২০২৪ থিম নিয়ে “নারী শক্তি সে জল শক্তি” ৯ মার্চ থেকে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত পরিচালিত হবে৷ এই প্রচার অভিযান জল সংরক্ষণে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেবে৷ প্রচারের মূল উদ্দেশ্য জল সম্পদ সংরক্ষণ এবং বৃষ্টির জল সংগ্রহ  এবং
সমস্ত  জলাশয়ের সমীক্ষা ও জিওট্যাগিং।

হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের

নারীদের জল সংরক্ষণের দায়িত্ব অর্পণ অকল্পনীয় ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে পারে।  কারণ নারীরা জলের গুরুত্ব আরও ভালোভাবে বোঝেন। নারীদের এই ধারণাটি উপলব্ধি করতে, “জল শক্তি থেকে নারী শক্তি” থিমের অধীনে নারীর ক্ষমতায়নে জলের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
তাছাড়া মাহতারি বন্দনা যোজনা এবং প্রধানমন্ত্রী মাত্রী বন্দনা যোজনার সুবিধাভোগীদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে। তাদেরকে জলের গুরুত্ব, বিশুদ্ধ ও নিরাপদ জলের ব্যবহার, জল সংরক্ষণের সঠিক ব্যবস্থা, জল সংগ্রহের উপযোগী কৌশল, জলের উৎসের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব, পরিষ্কার টয়লেট ব্যবহার এবং বৃক্ষরোপণের মাধ্যমে জল সংরক্ষণের বিষয়ে সচেতন  বিষয়ের উপর তথ্য দেওয়া হবে।

হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের

এদিন প্রকল্প স্থলে স্থানীয় মানুষের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। শনিবার কাটলিছড়া উন্নয়ন খণ্ডের দীননাথপুর জিপিতে জুম এসএইচজি, বর্মন মহিলা এসএইচজি, দিশারী এসএইচজি, নাইস এসএইচজির সকল সদস্য সহ  চার বিঘা ফিসারীর দায়িত্বে থাকা একজনের সংগে দেখা করে কেন্দ্রীয় দল। দলের দুই আধিকারিকদ্বয় এস এইচ জি আয় ব্যয়ের হিসাব, পুজির যোগান সম্পর্কে আলোচনা করেন। কেন্দ্রীয় দলের পরিদর্শনের  তালিকায় ছিল শনিবার সকাল ১০টায় হাইলাকান্দি সার্কিট হাউস থেকে বাশবাড়ি পার্ট টুতে আরসিসি বাঁধ দেওয়া পুকুর, চণ্ডীপুর গ্রান্টে অমৃত সরোবর দেখে কুম্ভিরগ্রাম বিমান চেপে গুয়াহাটি চলে যান।

হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের

জেলা প্রশাসনের তালিকা মতে শুক্রবার শিরিসপুর থেকে সুদর্শনপুর অমৃত সরোবর, বন্দুকমারা এলাকায় সরোবর, কমিউনিটি পুকুর, বন্ধুকমারা থেকে দক্ষিন কালাছড়া এলাকায় একটি অমৃত সরোবর একটি ফিসারী, কালাছড়া থেকে লালামুখ এমজিএনরেগা স্কিম, দীননাথপুর কাটলিছড়া গ্রান্ট পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম,
কাটলিছড়া গ্রান্ট থেকে মণিপুর জিপি তে অমৃত সরোবর স্কিম, এদিন বিকাল ৩টায় কাটলিছড়া থেকে জালালপুর (লালা) ক্লাস্টার লেভেল ফিস ফার্মিং, ভিছিংছায় পাইপড্ ওয়াটার সাপ্লাই স্কিম।

Author

Spread the News