নানা কর্মসূচির মাধ্যমে লালায় ডেঙ্গু দিবস পালন

বরাক তরঙ্গ, ১৬ মে : জমা জল যেখানে, মশার জন্ম সেখানে। ডেঙ্গু মুক্ত সমাজ গড়ুন, সবাই মিলে সুস্থ থাকুন। এভাবে স্লোগান দিয়ে র‍্যালি, সজাগতা সভা, লিফলেট  বন্টন, মশারি ঔষধি করন ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিভিন্ন স্থানে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে লালা স্বাস্থ্য কেন্দ্রের অধীন উত্তর জষ্ণাবাদ  দ্বিতীয় খন্ড গ্রামের সাচিউরা এমই স্কুলে দিবসটি পালন করা হয়েছে। এছাড়া সিঙ্গালা বস্তি সহ লালা শহরে একইভাবে দিবসটি পালিত হয়।

নানা কর্মসূচির মাধ্যমে লালায় ডেঙ্গু দিবস পালন

এদিন ডেঙ্গু রোগের হাত থেকে বাঁচতে হলে মশার বংশ ধ্বংস করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাইলাকান্দি ম্যালেরিয়া বিভাগের সহকারি ম্যালেরিয়া অফিসার আশিস পাল, ব্লক প্রোগ্রাম ম্যানেজার মঞ্জির আহমদ চৌধুরী, ম্যালেরিয়া ইন্সপেক্টর বিশ্বপদ চন্দ, এমটিএস পম্পন নাথ নজমুল হোসেন লস্কর, নাজির হোসেন লস্কর, সুবল দাস বাহারুল ইসলাম মজুমদার, সুনীল দেবনাথ, দীপঙ্কর শর্মা প্রমুখ।

Author

Spread the News