সাফাই মিত্রদের সম্মানে শিলচর পুর নিগমের ‘নমস্তে’ দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শিলচর পুর নিগমের সাফাই মিত্রদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে উদযাপন করা হয় এক প্রাণবন্ত ‘নমস্তে’ দিবস। বুধবার পুর নিগমের সম্মেলন কক্ষে শহরকে পরিচ্ছন্ন রাখার নেপথ্যের এই নায়কদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের নতুন আয়ুক্ত সৃষ্টি সিং বলেন, “আমাদের সাফাই মিত্ররা শিলচরের স্বাস্থ্য ও মর্যাদার নীরব প্রহরী। আজ এবং প্রতিটি দিনই তাঁদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত। ‘নমস্তে’ দিবস কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি স্মরণিকা যে কৃতজ্ঞতা ও স্বীকৃতি কেবল একদিনের নয়, সারাবছর চলা উচিত।” তাঁর কথায় উপস্থিত সকলেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন নিগমের নির্বাহী আধিকারিক নবোত্তম শর্মা।

সাফাই মিত্রদের সম্মানে শিলচর পুর নিগমের ‘নমস্তে’ দিবস উদযাপন

শুরুতে সাফাই মিত্রদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। এবং এক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে তাঁদের স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি বিতরণ করা হয় পিপিই কিট।

সাফাই মিত্রদের সম্মানে শিলচর পুর নিগমের ‘নমস্তে’ দিবস উদযাপন
Spread the News
error: Content is protected !!