বিধায়ক দীপায়নের উদ্যোগে শিলচরে আনন্দ উল্লাসের সঙ্গে সিঁদুর অপারেশন উদযাপন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে সিঁদুর অপারেশন উপলক্ষে এক অনুষ্ঠানে নেতৃত্ব দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। হিন্দু ঐতিহ্যে সিঁদুরের প্রতীকী তাৎপর্যকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলারা ঐতিহ্যবাহী রীতিতে একে অপরকে সিঁদুর পরিয়ে ঐক্য ও ভক্তির বার্তা তুলে ধরেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বিধায়ক চক্রবর্তী বলেন, এই উদযাপন আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন। এধরনের অনুষ্ঠান আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবং চিরকালীন সংস্কৃতির মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

বিধায়ক দীপায়নের উদ্যোগে শিলচরে আনন্দ উল্লাসের সঙ্গে সিঁদুর অপারেশন উদযাপন

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সহ-সভাপতি চামেলী পাল ও রাজেশ দাস, বিজেপির মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর মন্ডলের সভাপতি শান্তনু রায়, শিলচর ব্লক মন্ডল বিজেপি সভাপতি পিকলু দাস, মহিলা মোর্চার সভাপতি মিত্রা রায়,সঞ্জয় রায় প্রমুখ।

বিধায়ক দীপায়নের উদ্যোগে শিলচরে আনন্দ উল্লাসের সঙ্গে সিঁদুর অপারেশন উদযাপন
Spread the News
error: Content is protected !!