সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় বাংলায় ১০০তে ৯৯ আয়ুষ্মিতার

বরাকে সর্বোচ্চ নম্বর

বরাক তরঙ্গ, ১৫ মে : নার্সারি থেকে-ই ইংরেজি মাধ্যমে পড়াশোনা। তাইবলে চিড় ধরেনি মাতৃভাষার প্রতি ভালবাসায়। নিটফল, ইংরেজি মাধ্যমের ছাত্রী আয়ুষ্মিতা হালদার চমক দেখাল বাংলায়। সিবিএসই দশম শ্রেণির ফাইনালে বাংলায় তার প্রাপ্ত নম্বর একশো-তে নিরানব্বই।

আয়ুষ্মিতা হালদার শিলচরের দিল্লি পাবলিক স্কুল থেকে এবারের সিবিএসই দশম শ্রেণির ফাইনাল পরীক্ষায় নিজের স্কুল তো বটেই, বরাক উপত্যকায় বাংলায় সর্বাধিক নম্বর পেয়ে নজর কাড়া সাফল্য অর্জন করেছে। ভাষা শহিদের উপত্যকায় স্থাপন করেছে উজ্জল দৃষ্টান্ত।

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় বাংলায় ১০০তে ৯৯ আয়ুষ্মিতার

বরাক উপত্যকায় এখনও বেশিরভাগ সিবিএসই বিদ্যালয়ে বাংলা সাবজেক্ট নেই। অভিভাবকেরাও ছেলেমেয়েদের বাংলা নিতে বেশি পছন্দ করেন না। তবে ব্যতিক্রম আয়ুষ্মিতা। সে শুধু শুধু বাংলা নয়, ইংরেজিতেও ১০০-র মধ্যে ৯৮ মার্কস পেয়ে সর্বমোট ৯৬.৪ শতাংশ পেয়ে মাধ্যমিক পাস করে। অন্যান্য বিষয়ে তার প্রাপ্ত নম্বর হল, সমাজ বিজ্ঞানে ৯৬, কম্পিউটার সায়েন্সে ৯৭, সাধারণ গণিত ৯২, সাধারণ বিজ্ঞান ৮৩।

উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক আশিস হালদার এবং বিজয়েতা হালদারের কন্যা আয়ুষ্মিতা হালদার।

Spread the News
error: Content is protected !!