প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে মামলা

১১ মে : এনআরসি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে ১ কোটি টাকা মানহানির মামলা করলেন এক সমাজকর্মী।
এনআরসি নিজের আত্মজীবনীতে রঞ্জন গগৈ আপত্তিমূলক মন্তব্য করেছেন বলে দাবি করেছেন ওই সমাজকর্মী। গগৈয়ের বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে অভিজিত শর্মা নামের এক সমাজকর্মী।

আওয়াজ তুলেছিলেন তিনি। ২০১৭ সালে অভিজিত অভিযোগ করেছিলেন যে এনআরসি ইস্যুতে যে দুর্নীতি চলছে তাতে যুক্ত রয়েছেন তত্‍কালীন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা। তিনি আরও জানান যে, তাঁর তোলা অভিযোগ প্রমাণিতও হয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অনুসন্ধানের মাধ্যমে। এছাড়া হাজেলার বিরুদ্ধে এনআরসিতে দুর্নীতির অভিযোগে অসম সরকারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

রঞ্জন গগৈ তাঁর বইতে অভিজিতকে নিয়ে বক্তব্য লেখার পরই আদালতের দারস্থ হন স্বেচ্ছাসেবী সংস্থার এই কর্মী।

Author

Spread the News