গুয়াহাটির হোটেলে কার্বি আংলঙের যুবতীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ২ মাৰ্চ : গুয়াহাটির একটি হোটেলে কার্বি আংলঙের বাসিন্দা বছর ২০-এর জনৈক যুবতীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্ৰেফতারকৃত দুই অভিযুক্তকে এবিসি গ্রিল জংশনের মালিক চন্দন মহন্ত এবং তার কর্মচারী রোহন আলি বলে পরিচয় পাওয়া গেছে।

রবিবার গুয়াহাটির ডিসিপি (সেন্ট্রাল) অমিতাভ বসুমতারি এ খবর দিয়ে জানিয়েছেন, শনিবার রাত প্রায় ৯.০০টায় ভুক্তভোগিনী একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, মহাশিবরাত্রির রাতে দুই যুবক তাঁকে এবং তাঁর এক বন্ধুকে মদ এবং গাঁজা খেতে দিয়েছিল। মদ ও গাঁজা খেয়ে তাদের সঙ্গে যেতে বলেছিল তারা। তাঁর বন্ধু তাঁদের সঙ্গে যেতে অপারগতা জানালে অভিযুক্তরা অভিযোগকারিণী ভুক্তভোগিনীকে একটি বাইকে করে রাজগড়ের রশ্মি হোটেলে নিয়ে যায়। সেখানে তারা তাঁকে বলপূর্বক মদ্যপান করিয়ে উপর্যূপরি ধর্ষণ করে।

গুয়াহাটির হোটেলে কার্বি আংলঙের যুবতীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

পল্টনবাজার থানার পুলিশ উভয় অভিযুক্তকে হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিসিপি সেন্ট্রাল অমিতাভ বসুমতারি।

Spread the News
error: Content is protected !!