করিমগঞ্জ গড়ে উঠছে ক্যান্সার হাসপাতাল, বাড়ি দান

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : করিমগঞ্জ ক্যান্সার হাসপাতাল গড়ে উঠেছে শহরের সুভাষ নগরে, জানালেন ডাঃ এসকে নন্দি পুরকায়স্থ। বারইগ্রামের পর এবার করিমগঞ্জ শহরে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির একটি ইউনিট হতে যাচ্ছে। প্রায় আড়াই বিঘা জমিতে করিমগঞ্জ ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য সীমান্ত শহরের সুভাষনগর লোকনাথ আশ্রমের উল্টোদিকে প্রয়াত বীরব্রত দাসের দুই ছেলে ডাঃ সাধনব্রত দাস ও সুব্রত দাস তাঁদের পৈতৃক বাড়ি দান করলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটিকে। এই ভূমিতে ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য সেবামূলক কাজ করার জন্য। এ উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির এক প্রতিনিধি দল ভূমি পরিদর্শন করেন এবং আগামী কিছুদিনের মধ্যেই জমি হস্তান্তর করা হবে। প্রথমবারের মত রবিবার কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির গভর্নিং বডির এক সভা করিমগঞ্জ “অলিচায়” এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তার আলোচনা করা হয়। বিশেষ করে সোসাইটিকে কিভাবে উন্নয়ন করা যায় সেইদিকে বিশেষ নজর দিতে সদস্যরা বিভিন্ন মত পোষণ করেন। সব শেষে করিমগঞ্জ শহরে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে যারা ভূমি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একি সঙ্গে এই বহু মূল্যবান ভূমিতে কি ভাবে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা সম্ভব সে বিষয়ে বিশদ ভাবে আলোচনা হয়। সভায় সোসাইটির বেশ কয়েকজন সদস্য হাসপাতালের উন্নয়নের জন্য চেকের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে ধরেন সোসাইটির চেয়্যারম্যান ডাঃ এসকে নন্দি পুরকায়স্থের হাতে।

করিমগঞ্জ গড়ে উঠছে ক্যান্সার হাসপাতাল, বাড়ি দান

এদিনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে নিজেদের মতামত তুলে ধরেন কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির গভর্নিং বডির চেয়্যারম্যান ডাঃ এস কে নন্দি পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান দেব প্রসাদ রায়, দিলীপকুমার দে, ডাঃ কুমারকান্তি দাস (লক্ষণ), ডাঃ মলয়কান্তি চক্রবর্তী, সাধন পুরকায়স্থ, নিখিলরঞ্জন দাস এবং নীলমাধব দাস প্রমুখ।

Author

Spread the News