মেঘালয়ের কুলিয়াঙ্গে ৬নং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, সতর্কতা অবলম্বনের আহ্বান

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২০ মে : টানা বৃষ্টির কারণে মেঘালয়ের কুলিয়াঙ্গে ৬নং জাতীয় সড়কে প্রায় ৫ ঘণ্টা যান চলাচলে ব্যাঘাত ঘটলেও, বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ সড়কে গাড়ি চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় যান চলাচল শুরু হলেও এখনো কিছু স্থানে সড়কের পিচঢালা অংশ পিচ্ছিল ও দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় যাত্রী ও চালকদের উদ্দেশ্যে কড়া সতর্কতা জারি করা হয়েছে। চালকদের নির্ধারিত গতি সীমার মধ্যে গাড়ি চালানো, যথাযথ দূরত্ব বজায় রাখা এবং ওভারটেকিং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় ট্রাফিক পুলিশ ও উদ্ধারকারী দল পরিস্থিতি নজরে রাখছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। যাত্রীদের যাত্রার আগে আবহাওয়া ও রাস্তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মেঘালয়ের কুলিয়াঙ্গে ৬নং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, সতর্কতা অবলম্বনের আহ্বান
Spread the News
error: Content is protected !!