বুধবার ধলাই আসনে উপ-নিৰ্বাচন
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : বুধবার রাজ্যের চার বিধানসভা আসনের সঙ্গে ধলাই কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটদান প্ৰক্ৰিয়া চলবে। রাজ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, ওইদিন ভোটারদের পরিচয়পত্র হিসেবে নিজ নিজ আধার কাৰ্ড, প্যান কাৰ্ড, ব্যাঙ্ক বা ডাকঘরের ফটোযুক্ত পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, ফটোযুক্ত পেনশনে নথিপত্র, সরকারি পরিচয়পত্ৰ ইত্যাদির যে কোনও একটি সঙ্গে নিয়ে যেতে হবে।
এদিকে পাঁচ আসনে ভোটদাতার সংখ্যা যথাক্ৰমে তফশিলি জাতি সংরক্ষিত ধলাইয়ে ১,৯৭,৬৪২। প্রার্থী রয়েছেন আট জন। তাঁরা হলেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির নীহাররঞ্জন দাস, এসইউসিআইর গৌর চন্দ্র দাস, পাঁচ নির্দল প্রার্থী অমলেন্দু দাস, পরিমল দাস, ধীরাজ দাস, দিলীপকুমার ধুবি ও রাজু দাস। বুথকেন্দ্র রয়েছে যথাক্রমে ধলাইয়ে ২০৮টি।
বাকি চারটি কেন্দ্র হল বিহালি, সামাগুড়ি, সিদলি ও বঙাইগাঁও।