ফেসবুকে বিজ্ঞাপন দেখে চার লক্ষ খোয়ালেন করিমগঞ্জের ব্যবসায়ী
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : সামাজিক মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করতে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। জানা যায়, করিমগঞ্জ শহরের সঞ্জীব পাল নামের এক স্টিল পাইপের ব্যবসায়ী ফেসবুকে রাজস্থানের জয়পুরের বিনায়ক ইন্ডাস্ট্রির দেওয়া বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করার জন্য কোম্পানির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনি প্রায় ২৩ কুইন্টাল সামগ্ৰীর অর্ডার করার পাশাপাশি তাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় চার লক্ষ চৌদ্দ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে কোম্পানির পক্ষ থেকে ইনভয়েস এবং ট্রান্সপোর্টের বিল ব্যবসায়ী সঞ্জীব পালকে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু সামগ্রী আর পাননি। আজ না কাল পৌছবে এমন অপেক্ষায় ছিলেন পালবাবু। সামগ্রী হাতে না পৌছায় কোম্পানি এবং ট্রান্সপোর্টের মোবাইলে ফোন করেন। তবে ফোনে কাউকে পাননি।মোবাইল সুইচ বন্ধ রয়েছে। অবশেষে করিমগঞ্জের ব্যবসায়ী সঞ্জীব পাল কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর করিমগঞ্জ পুলিশ তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে।