বুরুঙ্গা সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ওনারর্স অ্যাসোসিয়েসন গঠন
বরাক তরঙ্গ, ২০ জুলাই : রবিবার হিলাড়া কলোনিতে কাটিগড়ার উন্নয়নের জন্য এবং বুরুঙ্গাবাসীর ত্যাগ করে নিজের জমি দিয়ে স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রি তৈরী হয়েছে।এরজন্য এলাকার সুবিধার্থে গঠম করা হল এক অ্যাসোসিয়েশন। বিভিন্ন সুযোগ সুবিদার সক্রিয় ভূমিকার জন্য এই অ্যাসোসিয়েশনের মুখ্য উদ্দ্যেশ্য এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থাপন করা এবং প্রথমেই অগ্রাধিকার দেওয়া। সেই সঙ্গে এলাকার উন্নয়ন ও প্রদুশনের জন্য সতর্ক থাকা এবং রাস্তা-ঘাট পানীয়জল সুবিধা করার দাবিতে সর্বদা জনগণের পাশে থাকার উদ্দেশ্যে। উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী ফারুক আহমেদ, কালাইন ব্লকের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত জমিলা বেগম, প্রাক্তন শিক্ষক তাম্পাসেনা সিনহা, ভুবনেশ্বরনগর জিপির পঞ্চায়েত প্রতিনিধি ধরনিকান্ত সিনহা প্রমুখ।
এদিন বুরুঙ্গা সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ওনারর্স অ্যাসোসিয়েশনের নামে সংস্থা গড়ে তোলা হয়। সংস্থার সভাপতি সুবল সিনহা, সম্পাদক শুধাংশু সরকার, সহ-সভাপতি মৃনাল সিংহা ও সুদর্শন দেব ও সহ-সম্পাদক আসাদুল হক, রাজেন্দ্র সিনহা, কার্যকরী সভাপতি কিশোর সিনহা, কোষাধ্যক্ষ সমরজিৎ সিংহা সহ ২১ জন সদস্য বৈশিষ্ট্য সদ্য কমিটি গঠিত হয়।

