গুলিবিদ্ধ অবস্থায় মেডিক্যালে ভর্তি বুড়িবাইলের যুবক, রহস্যজনক

বরাক তরঙ্গ, ১০ জুন : গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো এক যুবককে। সাহিদ আহমদ লস্কর (৩০) নামে এই যুবক বড়খলা থানা এলাকার বুড়িবাইল দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। ঘটনাকে ঘিরে দানা বেঁধে উঠেছে গভীর রহস্য।

জানা গেছে, রবিবার গভীর রাতে সাহিদকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে কে বা কারা তাকে মেডিক্যালে নিয়ে গিয়েছিল, তা জানা যায়নি। এনিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার মেডিক্যাল কর্তৃপক্ষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য সাহিদের ভর্তি হওয়ার কথা তাদের জানিয়েছেন। কোথায় কীভাবে তার শরীরে গুলি লেগেছে বর্তমানে এনিয়ে খোঁজ খবর চালানো হচ্ছে।

এদিকে, এক অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে সাহিদ গুলিবিদ্ধ হয়েছেন শিলচর রামনগর এলাকায় বাইপাসে। যদিও এ নিয়ে পুলিশের তরফে কিছুই বলা হচ্ছে না। সাহিদের পরিজনরাও ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ। তারা জানান, রবিবার সকালে সাহিদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। গভীর রাতে একজন লোক তাদের ফোন করে জানায়, সাহিদ দুর্ঘটনায় আহত হয়েছেন। এর পরমুহূর্তে ওই লোকটি আবার জানায়, তার শরীরে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে সাহিদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পেয়ে ভোরেই তারা মেডিক্যাল পৌঁছে দেখতে পান সাহিদ চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ অবস্থায় মেডিক্যালে ভর্তি বুড়িবাইলের যুবক, রহস্যজনক

কে বা কারা সাহিদকে গুলিবিদ্ধ অবস্থায় মেডিক্যাল নিয়ে গিয়েছিল, এ নিয়ে জিজ্ঞেস করলে মেডিক্যালের সুপারিনটেনডেন্ট ডাঃ দেবকুমার চক্রবর্তী বলেন, চিকিৎসাধীন কারও সম্পর্কে তথ্য খোলসা করা নিয়ম বিরুদ্ধ। তাই এ নিয়ে তিনি কিছুই বলতে পারবেন না। যা রিপোর্ট করার করা হবে পুলিশের কাছে।

Spread the News
error: Content is protected !!