গুচ্ছ অনুষ্ঠান বাংলা সাহিত্য সভার, সাংবাদিক সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : তিন দিবসীয় প্রতিনিধি সম্মেলনের অঙ্গ হিসাবে বুধবার শিলচর গান্ধী ভবনে উদযাপিত হয় একগুচ্ছ কার্যসূচি। শুরুতেই সকাল আটটায় একটি সাংস্কৃতিক শোভাযাত্রা প্রেমতলা, অম্বিকাপট্টি এবং শিলংপট্টি সহ একাধিক রাস্তা পরিক্রমা করে।  সকাল দশটায় সাংগঠনিক সভায় পুরানো সমিতি ভঙ্গ করে পরবর্তী কার্যকালের জন্য একটি নতুন সমিতি বর্ধিত আকারে গঠন করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন গৌরাঙ্গ রায় ও অসিত চক্রবর্তী। আলোচনা সভায় সঞ্চালক হিসেবে ছিলেন প্রফেসর নিরঞ্জন রায়, ডিরেক্টর মানব উন্নয়ন অধ্যয়ন কেন্দ্র, আসাম বিশ্ববিদ্যালয়।

একই সঙ্গে ভাষা শহিদ স্টেশন, শিলচরের সরকারি স্বীকৃতি আদায় ও বাংলা ভাষা ও শিক্ষা বিষয়ক এক গুচ্ছ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রবীণ ভাষা সেনানী রাজীব করকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এরপর মঞ্চে অনুষ্ঠিত হয় সাংবাদিক সংবর্ধনা পর্ব। যাদের সম্মান জানানো হয় তাদের মধ্যে রয়েছেন প্রবীণ সাংবাদিক রসেন্দ্র শর্মা মজুমদার (বড়খলা) ও  বিশিষ্ট সাংবাদিক মিহির দেবনাথ (করিমগঞ্জ)।

এছাড়াও সংবর্ধনা পেয়েছেন শিলচরের বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী, বিভূতিভূষণ গোস্বামী, তমোজিৎ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, উত্তমকুমার সাহা, পার্থ ভট্টাচার্য, আমিনুল হক মজুমদার ও দেবাশিস পুরকায়স্থ সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন বাংলা সাহিত্য সভা অসম এর কেন্দ্রীয় সভাপতি খগেন চন্দ্র দাস, কেন্দ্রীয় সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী, বাংলা সাহিত্য সভা অসম এর দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি নীহাররঞ্জন পাল। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উষারঞ্জন ভট্টাচার্য, অসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী। এছাড়াও পুরস্কার তুলে দেন অনুষ্ঠান সঞ্চালক অনির্বাণজ্যোতি গুপ্ত।

উপস্থিত প্রত্যেক সাংবাদিকই সম্মাননা গ্রহণ করে বাংলা সাহিত্য সভা অসমের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবিধাকরা  সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা সহ নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। আবৃত্তি ও কবিতা পাঠের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন  অনির্বাণজ্যোতি গুপ্ত, অমিতাভ দেব চৌধুরী, সুতপা চক্রবর্তী, শ্যামলী কর, কবিতা শুধু কবিতা-দুধপাতিল, জয়া নাথ, জয়িতা চক্রবর্তী।

গুচ্ছ অনুষ্ঠান বাংলা সাহিত্য সভার, সাংবাদিক সংবর্ধনা

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। সভার বিষয় ছিল “বরাক-ব্রহ্মপুত্র : ঐতিহাসিক প্রেক্ষাপট- সম্পর্কের নানাদিক ও নৈকট্যের সন্ধান”। সভার উদ্বোধন করেন হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রফেসর উষারঞ্জন ভট্টাচার্য।

সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রমোদ কলিতা সচিব, অসম প্রকাশন পরিষদ। বরাক উপত্যকা থেকে ছিলেন লোক সংস্কৃতির গবেষক ও সাহিত্যিক ড. অমলেন্দু ভট্টাচার্য।

গুচ্ছ অনুষ্ঠান বাংলা সাহিত্য সভার, সাংবাদিক সংবর্ধনা

মৈত্রী-সম্মাননা তুলে দেওয়া হয় হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় বিভাগীয়‌ প্রধান (বাংলা বিভাগ) জয়িতা দাসকে। সন্ধ্যায় আয়োজিত হয় মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

Author

Spread the News