উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে চলল বুলডোজার, বাড়ি-প্রতিষ্ঠান ধূলিসাৎ
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : নিম্ন থকে উজান অসমের দখলকৃত ভূমিতে চলছে সরকারের উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত বিদ্যাপুর বাজারে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই উচ্ছেদ।
রেংমা বনাঞ্চলের দখলদারদের বাসগৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একের পর এক প্রশাসনের বুলডোজার গুঁড়িয়ে ফেলছে। এই অভিযানে অসমের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হিসেবে গণ্য করা হচ্ছে।
উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে উরিয়ামঘাটের বিদ্যাপুর অঞ্চল থেকে। এক্সকেভেটরের সাহায্যে দখলদারদের ঘরবাড়ি, সম্পত্তি ধ্বংস করা হয়েছে।

উচ্ছেদের তালিকাভুক্ত গ্রামগুলো হল: সোণারীবিল টোপ, ২নং পিঠাঘাট, ২নং দয়ালপুর, ৩নং দয়ালপুর, দলনীপথার, খেরবাড়ি, বিদ্যাপুর, বিদ্যাপুর বাজার, ২নং মধুপুর, আনন্দপুর ইত্যাদি। উচ্ছেদস্থলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ পাওয়ার পর বন বিভাগ দ্রুত উচ্ছেদস্থলের জরিপ সম্পন্ন করে। এরপর মুখ্যমন্ত্রী স্বয়ং রেংমা সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করেন। সেই সফরের কিছুদিন পরেই, অর্থাৎ আজ মঙ্গলবার শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। বনাঞ্চলের সম্পূর্ণ জমি দখলমুক্ত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ড্রোনের মাধ্যমে তোলা এই এলাকার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল, যেখানে দখলকৃত ভূমির চিত্র তুলে ধরা হয়।