বুলডোজার গুঁড়িয়ে দিল সোনাবাড়িঘাট এফসি-কে, লাল কার্ড

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : গো-হারা হারল সোনাবাড়িঘাট এফসি। বৃহস্পতিবার নিউ ইয়ং স্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় ৬-১ গোলে হারায় সোনাবাড়িঘাট এফসিকে বারিকনগরের বুলডোজার ক্লাব। খেলায় জোড়া গোল করেন ভিআর এ ও তুইয়া। ম্যাচের শুরুতে অর্থাৎ ৭ মিনিটে প্রথম গোল করেন সোসেপ এরপর ১০ মিনিটে আরেকটি গোল করেন মৌপিয়া। এভাবে বিপক্ষের জাল একের পর এক কাঁপাতে থাকে বুলডোজার। ২০ এবং ৩০ মিনিটে গোল করে ভিআর এ এবং তুইয়া ৩৮ ও ৪৮ মিনিটে। হেসে খেলা ম্যাচে সোনাবাড়িঘাট এফসির হয়ে ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন রেবুল।

খেলার দ্বিতীয়ার্ধ্বে সোনাবাড়িঘাট এফসির গোলকিপার মিংকুকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। মিংকু বিপক্ষ দলের খেলোয়াড়কে ঘুসি মারার অপরাধে মাঠ থেকে বের করে দেওয়া হয়। শেষ পর্যন্ত ১০ জনে খেলে সোনাবাডিঘাট এফসি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। এদিনের ম্যাচে সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন ভিআর এ। তার হাতে এসটি স্পোটিং ট্রফি তুলে দেন ক্লাবে সভাপতি জামাল উদ্দিন ও  উপদেষ্টা আশু চৌধুরী।

খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বড়ভূইয়া, শহীদ আহমেদ চৌধুরী ও সেলিম আহমেদ বড়ভূইয়া। আগামীকাল শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বারিকনগর ইউনাইটেড এফসি বনাম সিআর ৭ ফ্যান্স ক্লাব।

Author

Spread the News