বিএসএফ জওয়ানদের মারে মৃত্যু সরল প্রকৃতির যুবকের, উত্তেজনা আমতলায়

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : বিএসএফ জওয়ানদের মারে মৃত্যু ঘটল সরল প্রকৃতি যুবকের। ঘটনা ঘিরে টানটান উত্তেজনা কাটিগড়ায়। উত্তেজিত লোকরা কাটিগড়া থানা ঘেরাও করে প্রতিবাদ জানান।

অভিযোগ সীমান্তরক্ষী জওয়ানদের বেধড়ক মারপিটে মৃত্যু ঘটেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সৈদপুর দ্বিতীয় খণ্ডের আমতলার বাসিন্দা মানসিক বিকারগ্রস্ত নির্মল রায়ের (৩২)। হরলাল রায়ের পু্ত্র নির্মল।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে সীমান্তরক্ষী জওয়ানের মারে গুরুতর জখম হন মানসিক বিকারগ্রস্ত নির্মল রায়ে’র। গুরুতর আহত অবস্থায় ওকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা বেগতিক থাকায় পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজে। এবং, সেখানে মৃত্যু ঘটে তার।

এদিকে, শনিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামে মানুষের মধ্যে ক্ষোভের পারদ ছড়িয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনা ঘিরে বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Spread the News
error: Content is protected !!