হোটেলের রুমে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ, উদ্ধার

হোটেলের রুমে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ, উদ্ধার

২৯ জুলাই : হোটেলের রুম থেকে উদ্ধার হল এক বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ। সঙ্গে মিলেছে সুইসাইড নোট। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি বাজার চত্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিএসএফ জওয়ানের নাম প্রয়াগরাজ তিওয়ারি (৩৫)। বাড়ি ছত্রিশগড় রাজ্যে। সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গিয়েছে, তিনি বিএসএফের ১৭ নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ কিশনগঞ্জ এলাকায় কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই তিনি হলদিবাড়িতে আসেন। এখানে এসে তিনি একাই একটি হোটেলে ওঠেন।

হোটেলের কর্মীরা জানিয়েছেন, শনিবার সারাদিন ধরে তাঁকে রুমের বাইরে বেরোতে দেখা যায়নি। এমনকি খেতেও বের হননি তিনি। এতেই তাঁদের সন্দেহ হয়। রাতে তাঁর রুমের দরজায় সজোরে ধাক্কা দিয়ে ডাকাডাকি করা হয়। তাতেও তাঁর সাড়া না মেলায় হলদিবাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ওই রুমের দরজা ভাঙা হয়। এরপর দেখা যায়, রুমের সিলিং ফ্যানে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছেন তিনি।

তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহারে পাঠানো হয়। তবে মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ।

মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত জওয়ান অবিবাহিত। কিন্তু সেখানকার বিএসএফের দাবি, মৃত জওয়ান এক মহিলা জওয়ানকে বিয়ে করেছেন। তাঁর সার্ভিসবুকে ও সুইসাইড নোটে তা উল্লেখ রয়েছে। একজন মহিলার সঙ্গে জওয়ানের ছবিও রয়েছে।

Author

Spread the News