কাশ্মীরে হড়পা বানে ওয়াচ টাওয়ার ভেঙে উধারবন্দের বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : জম্মু-কাশ্মীরে হড়পা বানে ওয়াচ টাওয়ার ভেঙে মৃত্যু ঘটল এক বিএসএফ জওয়ানের। আহত হন আরও দু’জন। মৃত জওয়ান উধারবন্দ দয়াপুর বাজারঘাট এলাকার বাসিন্দা রাজীব নুনিয়ার (২২)। জানা গেছে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের আখনুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটে রাজীবের। ঘটনার সময় রাজীব সহ আরও দু’জন সেখানে কর্তব্যরত ছিলেন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বন্যার সৃষ্টি হয়। বন্যার জলের তোড়ে ওয়াচ টাওয়ার ভেঙে পড়লে রাজীব নিচে পড়ে যান। ওয়াচ টাওয়ার তাঁর উপর পড়ে যায়।
যদিও ঘটনার পর বেশ কিছুক্ষণ রাজীবের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলের দিকে বিএসএফের পক্ষ থেকে তাঁর বাবা রাজেন্দ্রপ্রসাদের কাছে ছেলের নিখোঁজ হওয়ার সংবাদ জানানো হয়। এরপর বুধবার তাঁর মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয়। আগামী ২৯ আগস্ট রাজীবের মৃতদেহ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে।