সীমান্তে হাই-অ্যালার্ট জারি বিএসএফের

৫ আগস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে হাই-অ্যালার্ট জারি করল বিএসএফ। সোমবার প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল‌। সোমবার বেলা গড়ানোর সঙ্গে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ।

কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনও পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সেবিষয়ে সতর্ক আছে বিএসএফ।

সীমান্তে হাই-অ্যালার্ট জারি বিএসএফের

ইতিমধ্যেই এরাজ্যে পেট্রাপোল সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের নজরদারি। বাড়তি বিএসএফ জাওয়ানদের নিয়ে আসা হচ্ছে পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল জিরো পয়েন্টের কাছাকাছি সমস্ত সাধারণ মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের পক্ষ থেকে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News