মাতৃভূমি কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয়ী ব্রাইট স্টার
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : ধলাইর বেসরকারি ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমি-র ১৬তম মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল। শুক্রবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে ব্রাইট স্টার ক্লাব রাজনগর দল ৩-১ গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করেছে। খেলার ১৪ মিনিটে প্রথম গোল করেন অর্গাস্টিন। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচ পকেটে নিয়ে যায় রাজনগর। জোড়া গোল করেন মাইকেল। ৪৬ ও ৫০ মিনিটে গোল করেন তিনি। ৫৪ মিনিটে গোলের ব্যবধানে নিয়ে আসেন রাহুল পাকেম। এ দিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাইট স্টার ক্লাবের মাইকেল।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, বিশিষ্ট অতিথিদের মধ্যে বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, জেলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পুত্র উৎপল শুক্লবৈদ্য, শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী, বিষ্ণুরঞ্জন ধর, ধলাই-নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাশ ও সহ-সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম, বিজেপি ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, বাকস এর কাছাড় জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, নির্মাণ সংস্থা ঝন্ডু কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার শ্রীরাম পরিহার আয়োজক মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন ট্রফি কৃষ্ণমোহন দাশের স্মৃতিতে স্পন্সর করেন কমলেশ দাশ ও রানার্স ট্রফি অনিল কৈরি-র স্মৃতিতে স্পন্সর করেন সঞ্জয় কৈরী। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, সামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন।
আগামীকাল এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ও অরূপ এফসি নুতন বাজার দল মুখামুখি হবে।